ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’তথ্য ছড়াচ্ছে আ.লীগ : প্রেস উইং Logo আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ Logo সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল খেয়ে অসুস্থ হয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু Logo লক্ষ্মীপুরে আওয়ামী লীগের মিছিল, জনতার ধাওয়া Logo এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো আওয়ামী লীগ: নাহিদ Logo ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo ব্রাহ্মণবাড়িয়ার ছিনতাইকারীর ভিডিওকে গোপালগঞ্জের বলে পোস্ট করলেন জয় Logo ছাত্রশিবির সরকারি বাঙলা কলেজের সভাপতি- আবির ও সেক্রেটারি- সাকিব

এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘বুরাক’ (Buraq) এবারের ‘এআই হ্যাকাথন ২০২৫’-এ “Education – AI-driven Personalized Learning, Accessibility, Content Curation, Skill Development” বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

হ্যাকাথনটি অনুষ্ঠিত হয় গত ৬ ও ৭ মে ঢাকায়। এটি বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি উদ্যোগ, আয়োজনে সহযোগিতা করে ব্র্যাক বিজনেস স্কুল এবং পৃষ্ঠপোষকতায় ছিল একেজেএস রিসোর্স ও এমটিবি। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় ৮ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বাংলাদেশ এআই সামিটে। ৬টি ভিন্ন সেগমেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০টি দল চূড়ান্তপর্বে অংশ নেয়, যাদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়।

‘বুরাক’ ছিল রুয়েট থেকে অংশগ্রহণকারী একমাত্র দল। তারা শুধু একটি ধারণা উপস্থাপনেই থেমে থাকেনি, বরং বাস্তবিক একটি কার্যকর প্রোটোটাইপ তৈরি করে বিচারকমণ্ডলীর প্রশংসা অর্জন করে।

দলের নেতৃত্বে ছিলেন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর অলিউল পাশা তাজ। দলের অন্যান্য সদস্যরা হলেন—ইটিই ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ কাউসার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মোরাকিব হোসেন ও সাইফুস সিফাত।

তাদের উদ্ভাবিত এআই-চালিত প্রডাক্ট ‘Qasim’ মূলত একটি ভার্চুয়াল ল্যাব হিসেবে কাজ করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাগত সমস্যার সমাধানে সহায়ক হবে। নবীন শিক্ষার্থীরা যখন ইলেকট্রিক্যাল সার্কিট কিংবা যান্ত্রিক কোনো সমস্যায় পড়বে, তখন তারা সেই সমস্যাটি মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপে জমা দিতে পারবে। অ্যাপটি ধাপে ধাপে বিশ্লেষণ করে সমস্যার সমাধান প্রদান করবে।

দলটির সদস্যরা বলেন, “এটা শুধু একটি আইডিয়ার প্রতিযোগিতা ছিল না, আমাদের বাস্তব প্রোটোটাইপও তৈরি করতে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে কাজ করছি, যাতে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা আরও সহজ ও কার্যকর হয়।”

এই সাফল্য রুয়েটের জন্য যেমন গর্বের, তেমনি দেশের উচ্চশিক্ষা খাতকে প্রযুক্তিনির্ভর ও সমাধানমুখী করে তোলার ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক অগ্রগতি হিসেবেও বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ‘ভুয়া’তথ্য ছড়াচ্ছে আ.লীগ : প্রেস উইং

এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন

আপডেট সময় ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘বুরাক’ (Buraq) এবারের ‘এআই হ্যাকাথন ২০২৫’-এ “Education – AI-driven Personalized Learning, Accessibility, Content Curation, Skill Development” বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

হ্যাকাথনটি অনুষ্ঠিত হয় গত ৬ ও ৭ মে ঢাকায়। এটি বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি উদ্যোগ, আয়োজনে সহযোগিতা করে ব্র্যাক বিজনেস স্কুল এবং পৃষ্ঠপোষকতায় ছিল একেজেএস রিসোর্স ও এমটিবি। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় ৮ মে (বৃহস্পতিবার) অনুষ্ঠিত বাংলাদেশ এআই সামিটে। ৬টি ভিন্ন সেগমেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে নির্বাচিত ২০টি দল চূড়ান্তপর্বে অংশ নেয়, যাদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হয়।

‘বুরাক’ ছিল রুয়েট থেকে অংশগ্রহণকারী একমাত্র দল। তারা শুধু একটি ধারণা উপস্থাপনেই থেমে থাকেনি, বরং বাস্তবিক একটি কার্যকর প্রোটোটাইপ তৈরি করে বিচারকমণ্ডলীর প্রশংসা অর্জন করে।

দলের নেতৃত্বে ছিলেন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মীর অলিউল পাশা তাজ। দলের অন্যান্য সদস্যরা হলেন—ইটিই ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ কাউসার এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মোরাকিব হোসেন ও সাইফুস সিফাত।

তাদের উদ্ভাবিত এআই-চালিত প্রডাক্ট ‘Qasim’ মূলত একটি ভার্চুয়াল ল্যাব হিসেবে কাজ করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাগত সমস্যার সমাধানে সহায়ক হবে। নবীন শিক্ষার্থীরা যখন ইলেকট্রিক্যাল সার্কিট কিংবা যান্ত্রিক কোনো সমস্যায় পড়বে, তখন তারা সেই সমস্যাটি মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপে জমা দিতে পারবে। অ্যাপটি ধাপে ধাপে বিশ্লেষণ করে সমস্যার সমাধান প্রদান করবে।

দলটির সদস্যরা বলেন, “এটা শুধু একটি আইডিয়ার প্রতিযোগিতা ছিল না, আমাদের বাস্তব প্রোটোটাইপও তৈরি করতে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে কাজ করছি, যাতে প্রযুক্তির মাধ্যমে শিক্ষা আরও সহজ ও কার্যকর হয়।”

এই সাফল্য রুয়েটের জন্য যেমন গর্বের, তেমনি দেশের উচ্চশিক্ষা খাতকে প্রযুক্তিনির্ভর ও সমাধানমুখী করে তোলার ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক অগ্রগতি হিসেবেও বিবেচিত হচ্ছে।