গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এর আগে রাজধানীর মিন্টো রোডে সমাবেশে শাহবাগ অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
এর আগে একই দাবিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মিন্টো রোডে সমাবেশ করেন তারা।