ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার Logo ‘ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে’ Logo কাঠগড়ায় মতিউরকে স্ত্রীর ধমক, বললেন, তোমার জন্য এসব হয়েছে Logo দীর্ঘ ১৮ বছর পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবর Logo শাকসু নির্বাচন কবে, জানালেন উপাচার্য Logo রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ Logo রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় আ.লীগের ৯ নেতাকর্মী আটক Logo ‘যে ক্যাম্পাসের ওয়াশরুমে নামাজ পড়েছি সেই ক্যাম্পাসে আজ আল্লাহু আকবার ধ্বনি’ Logo বাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয়নি ছাত্রদল Logo কবে হবে ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ,জানা গেল সম্ভাব্য সময়

মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা, ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

শরীয়তপুরের নড়িয়া থানায় মোটরসাইকেল জব্দকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এরইমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) দুপুরে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় জব্দ করা হয়। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে বৃহস্পতিবার রাতে থানায় যান নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা শাহীন শেখসহ কয়েকজন। কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ মোটরসাইকেলগুলো দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ইটপাটকেল ছুড়ে থানায় হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশের কনস্টেবল বিল্লাল হোসেন আহত হন। তাকে প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ওসি আসলাম উদ্দিন মোল্লা জানান, হামলায় থানার জানালার থাই গ্লাসসহ স্থাপনায় ক্ষতি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তিনি বলেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা, ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৫৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

শরীয়তপুরের নড়িয়া থানায় মোটরসাইকেল জব্দকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ এরইমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) দুপুরে নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় জব্দ করা হয়। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে বৃহস্পতিবার রাতে থানায় যান নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা শাহীন শেখসহ কয়েকজন। কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ মোটরসাইকেলগুলো দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ইটপাটকেল ছুড়ে থানায় হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশের কনস্টেবল বিল্লাল হোসেন আহত হন। তাকে প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ওসি আসলাম উদ্দিন মোল্লা জানান, হামলায় থানার জানালার থাই গ্লাসসহ স্থাপনায় ক্ষতি হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। তিনি বলেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।