ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু Logo যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রহসন মানা হবে না: নাহিদ Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি Logo রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কোয় প্রেসিডেন্ট শি জিনপিং Logo পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ Logo মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী Logo চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম Logo আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম

চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার পরিপক্ব হলেই তোলা যাবে আম

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি আম মৌসুমে বাতিল করা হয়েছে ম্যাংগো ক্যালেন্ডার। ফলে গাছের আম পরিপক্ব হলেই চাষিরা তা পাড়তে ও বাজারজাত করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আম চাষি, ব্যবসায়ী, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আমচাষিরা জানান, চাঁপাইনবাবগঞ্জে সবার শেষে আম বাজারে আসে এবং এখানকার চাষিরা জানেন কখন আম পাড়তে হয়। তাই সময়সীমা ছাড়াই পরিপক্ব আম পাড়ার অনুমতি চান তারা।

জেলা প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দেয়, এ বছর ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না।

আমচাষি রফিকুল আলম বলেন, “জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, অপরিপক্ব আম কেউ বাজারে তুলবে না। কেউ করলে আমরা নিজেরাই তা প্রতিরোধ করব।”

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “ম্যাংগো ক্যালেন্ডারের প্রয়োজন নেই। সাড়ে ৪২ কেজি পাকা আম এবং ৪৫ কেজি কাঁচা আম এক মণ ধরে বিক্রি করলে সবাই উপকৃত হবেন।”

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, সকল পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে এবার আর কোনো ক্যালেন্ডার থাকবে না। তবে কেউ যেন অপরিপক্ব আম না তোলে, সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান তিনি।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যেখানে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তে চাষিরা যেমন স্বাধীনভাবে আম বাজারজাত করতে পারবেন, তেমনি ভোক্তারাও পাবেন পরিপক্ব ও নিরাপদ আম।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু

চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম

আপডেট সময় ০৯:২৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি আম মৌসুমে বাতিল করা হয়েছে ম্যাংগো ক্যালেন্ডার। ফলে গাছের আম পরিপক্ব হলেই চাষিরা তা পাড়তে ও বাজারজাত করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আম চাষি, ব্যবসায়ী, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আমচাষিরা জানান, চাঁপাইনবাবগঞ্জে সবার শেষে আম বাজারে আসে এবং এখানকার চাষিরা জানেন কখন আম পাড়তে হয়। তাই সময়সীমা ছাড়াই পরিপক্ব আম পাড়ার অনুমতি চান তারা।

জেলা প্রশাসন তাদের দাবি মেনে নিয়ে ঘোষণা দেয়, এ বছর ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না।

আমচাষি রফিকুল আলম বলেন, “জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, অপরিপক্ব আম কেউ বাজারে তুলবে না। কেউ করলে আমরা নিজেরাই তা প্রতিরোধ করব।”

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “ম্যাংগো ক্যালেন্ডারের প্রয়োজন নেই। সাড়ে ৪২ কেজি পাকা আম এবং ৪৫ কেজি কাঁচা আম এক মণ ধরে বিক্রি করলে সবাই উপকৃত হবেন।”

জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, সকল পক্ষের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে এবার আর কোনো ক্যালেন্ডার থাকবে না। তবে কেউ যেন অপরিপক্ব আম না তোলে, সেদিকে সবার নজর রাখার আহ্বান জানান তিনি।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে, যেখানে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই সিদ্ধান্তে চাষিরা যেমন স্বাধীনভাবে আম বাজারজাত করতে পারবেন, তেমনি ভোক্তারাও পাবেন পরিপক্ব ও নিরাপদ আম।