ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু Logo যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের প্রহসন মানা হবে না: নাহিদ Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি Logo রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কোয় প্রেসিডেন্ট শি জিনপিং Logo পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ Logo মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী Logo চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম Logo আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৯ দিন পর মারা গেলো তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল (মহিলা শাখার) নবম শ্রেণির শিক্ষার্থী জেনিফা ইয়াসমিন (১৫) আর নেই।
গত ৩০ এপ্রিল, বুধবার, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ ৮ মে, বুধবার বিকেল ৩টা ২২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার নামাজে জানাজা আজ রাত ৯ টায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে (মাতুয়াইলে) অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

জেনিফা ইয়াসমিন ছিলেন ভদ্র, নরম-স্বভাবের এবং অধ্যবসায়ী এক ছাত্রী। শিক্ষক ও সহপাঠীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

পরিবারের সূত্রে জানা যায়, “জেনিফা সবসময় নিয়মিত নামাজ পড়ত, পড়াশোনায় খুব মনোযোগী ছিল। আমরা ভাবতেও পারিনি, আমাদের আদরের মেয়েটি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে।”

তা’মীরুল মিল্লাত মাদ্রাসা জানায়, “আমরা একজন সম্ভাবনাময়, মেধাবী ছাত্রীকে হারিয়েছি। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

মরহুমার সহপাঠীরাও কাঁদছেন। তারা বলেন, “জেনিফা আমাদের খুব কাছের বন্ধু ছিল। সব সময় হাসিখুশি থাকত, কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি। আমরা তার জন্য অনেক কষ্ট পাচ্ছি।”

এই দুর্ঘটনা ও মৃত্যু আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়, সড়ক নিরাপত্তা কতটা জরুরি। একজন তরুণীর জীবনের এমন মর্মান্তিক পরিণতি আমাদের সকলের জন্যই দুঃখজনক।

জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এনসিপির অবস্থান শুরু

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৯ দিন পর মারা গেলো তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা মাতুয়াইল (মহিলা শাখার) নবম শ্রেণির শিক্ষার্থী জেনিফা ইয়াসমিন (১৫) আর নেই।
গত ৩০ এপ্রিল, বুধবার, এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীর্ঘ ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ ৮ মে, বুধবার বিকেল ৩টা ২২ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার নামাজে জানাজা আজ রাত ৯ টায় তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে (মাতুয়াইলে) অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

জেনিফা ইয়াসমিন ছিলেন ভদ্র, নরম-স্বভাবের এবং অধ্যবসায়ী এক ছাত্রী। শিক্ষক ও সহপাঠীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

পরিবারের সূত্রে জানা যায়, “জেনিফা সবসময় নিয়মিত নামাজ পড়ত, পড়াশোনায় খুব মনোযোগী ছিল। আমরা ভাবতেও পারিনি, আমাদের আদরের মেয়েটি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে।”

তা’মীরুল মিল্লাত মাদ্রাসা জানায়, “আমরা একজন সম্ভাবনাময়, মেধাবী ছাত্রীকে হারিয়েছি। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”

মরহুমার সহপাঠীরাও কাঁদছেন। তারা বলেন, “জেনিফা আমাদের খুব কাছের বন্ধু ছিল। সব সময় হাসিখুশি থাকত, কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেনি। আমরা তার জন্য অনেক কষ্ট পাচ্ছি।”

এই দুর্ঘটনা ও মৃত্যু আমাদেরকে আবারও মনে করিয়ে দেয়, সড়ক নিরাপত্তা কতটা জরুরি। একজন তরুণীর জীবনের এমন মর্মান্তিক পরিণতি আমাদের সকলের জন্যই দুঃখজনক।