ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুজন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উত্তরকাশীতে ভাগীরথী নদী লাগোয়া একটি এলাকায় কপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে দ্য হিন্দু।
হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ, সেনা এবং বির্যযয় মোকাবিলা বাহিনী। যা
রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী জানিয়েছে, অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের এক বেসরকারি সংস্থার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।
দেরাদুনের সহস্ত্রধারা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি যমুনোত্রীর খারসালি হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। কপ্টারটিতে চারজন যাত্রী মুম্বাইয়ের এবং অন্য দুজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। ক্যাপ্টেন রবিন সিং এর পাইলট ছিলেন।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে হেলিকপ্টার দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন গাড়োয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে।