কুষ্টিয়া ইবি থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ ইসমাইল (৪২) নামের একজনকে আটক করা হয়েছে।
বুধবার (০৭ মে ২০২৫) রাত আনুমানিক ১১ টার সময় ইবি থানাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ। আটককৃত ইসমাইল
ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন শেখপাড়া বাজার এলাকার ইব্রাহিমের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, একজন ব্যাক্তি অবৈধ বিদেশি পিস্তল বহন করে শৈলকুপা উপজেলার শেখপাড়া এলাকা থেকে ইবি থানা এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ইবি থানার উপ-পরিদর্শক রাকিব ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক কামরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আসামী ইসমাইলকে আটক করে। এসময় ইসমাইলে কাছে থাকা একটি হ্যান্ড ব্যাগের মধ্যে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। এই অস্ত্রের উৎসহ কোথা থেকে তার জের ধরে এখনো অভিযান চলমান রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।