ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে ধরল জনতা Logo রাতভর বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বিদ্যুতায়িত হয়ে নিহত ১ Logo লক্ষ্মীপুরে বিকাশ-নগদ প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান, গ্রেপ্তার ৪ Logo উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে নুর Logo কুমিল্লা-৩ আসনে ভোটের মাঠে দৌড়াচ্ছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেল Logo চট্টগ্রাম মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের ধাওয়া–পাল্টা ধাওয়া, আহত ৫ Logo রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের Logo সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ Logo হাসিনার সাবেক সামরিক সচিক মেজর জেনারেল কবীরকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ Logo জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে গেলেন প্রধান উপদেষ্টা

সাভারে যুবকে কুপিয়ে হত্যা

সাভারে যুবকে কুপিয়ে হত্যা

ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন রুবেল মন্ডল নামে এক যুবক।

বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পারাগ্রামের দেওন এলাকার একটি নির্জন স্থান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এলাকাবাসী রুবেলের নিথর দেহ একটি নির্জন স্থানে পড়ে থাকতে দেখে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা তার নির্মম হত্যার সাক্ষ্য বহন করে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে রুবেলকে এলাকায় স্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিন্তু দুপুর নাগাদ তার কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ তার মরদেহ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এ নৃশংস হত্যাকাণ্ডে শোকাহত হয়ে পড়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। অনেকেই এ ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ধাওয়া দিয়ে ৪ জনকে ধরল জনতা

সাভারে যুবকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১১:১১:১২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ঢাকার উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন রুবেল মন্ডল নামে এক যুবক।

বুধবার (৭ মে) দুপুরে আশুলিয়া ইউনিয়নের পারাগ্রামের দেওন এলাকার একটি নির্জন স্থান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুবেল স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহুল আমিন মন্ডলের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এলাকাবাসী রুবেলের নিথর দেহ একটি নির্জন স্থানে পড়ে থাকতে দেখে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল, যা তার নির্মম হত্যার সাক্ষ্য বহন করে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে রুবেলকে এলাকায় স্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। কিন্তু দুপুর নাগাদ তার কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ তার মরদেহ দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই আশুলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

এ নৃশংস হত্যাকাণ্ডে শোকাহত হয়ে পড়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। অনেকেই এ ঘটনায় দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।