মুন্সীগঞ্জের শ্রীনগরে মাওয়া এক্সপ্রেসওয়ে রাস্তা ব্লক করে ডাকাতির চেষ্টার ঘটনায় ২৪ঘন্টার মধ্যে চক্রের ৫ সদস্যকর গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে মুন্সীগঞ্জ পুলিশ সুপার সামসুল আলম সরকার।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিন কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই তৎপরতায় নামে জেলা পুলিশ । পরে রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ থেকে পর্যায়ে চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়, এ সময় তাদের হেফাজতে থাকা তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ কামালওরফে সিএনজি কামাল (৪০), মোহাম্মদ ইসমাইল হালদার (৩৮), মোঃ রমজান বেপারী(২৭), রাসেল মোল্লা (২৪) ও মোঃ লিমন মাতব্বর (২০)। এদের মধ্যে কামাল, ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে। অপর দুজনের বাড়ি মাদারীপুর জেলায়।
তিনি আরো জানান, মোট ছয়জনের সঙ্গবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল । প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত পাঁচজনই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য । এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন, পলাতক অপরজনকে গ্রেফতারের তৎপরতা চলছে।
প্রসঙ্গত, সোমবার দিবাগত রাতে ২টার মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্লক করে ডাকাতির চেষ্টা করে সঙ্ঘবদ্ধ ডাকাত দলেন সদস্যর । এ ঘটনা ধরা পড়ে ড্যাশক্যামে। চালকের কৌশলে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় যাত্রীরা । পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে আলোচনায় তৈরি হয় ।