ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

  • মোশারফ
  • আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 36

এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্ট থেকেও অবসর নিয়েছেন ভারতের অধিনায়ক।

অবসর নেওয়ার ঘোষণাটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘হ্যালো, সবাইকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। রোহিতের অবসরের ঘোষণায় দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ার থেমেছে।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনস টেস্ট দিয়ে ক্রিকেটের আদি সংস্করণে অভিষেক হয় তার। আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন গত বছর মেলবোর্নে। এ সময় দেশের হয়ে ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন তিনি। ৩৮ বছর বয়সী ওপেনার ১৮ ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২টি।
সর্বোচ্চ ইনিংস ২১২ রানের।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় এবং দীর্ঘদিন ধরেই এই সংস্করণে ছন্দে না থাকায় রোহিতের অবসর গুঞ্জন চলছিল। ফর্ম এতই বাজে যাচ্ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজের সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। অথচ, তখন তিনি অধিনায়ক ছিলেন। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

রোহিত অবসর নেওয়ায় এখন হয়তো তিনিই স্থায়ীভাবে দায়িত্ব পাচ্ছেন। এমনটা সত্যি হলে তার নেতৃত্ব আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত।

জনপ্রিয় সংবাদ

এটিএম আজহারের আপিলের রায় ২৭ মে

এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্ট থেকেও অবসর নিয়েছেন ভারতের অধিনায়ক।

অবসর নেওয়ার ঘোষণাটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন রোহিত। তিনি বলেছেন, ‘হ্যালো, সবাইকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব। রোহিতের অবসরের ঘোষণায় দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ার থেমেছে।

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনস টেস্ট দিয়ে ক্রিকেটের আদি সংস্করণে অভিষেক হয় তার। আর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন গত বছর মেলবোর্নে। এ সময় দেশের হয়ে ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন তিনি। ৩৮ বছর বয়সী ওপেনার ১৮ ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২টি।
সর্বোচ্চ ইনিংস ২১২ রানের।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় এবং দীর্ঘদিন ধরেই এই সংস্করণে ছন্দে না থাকায় রোহিতের অবসর গুঞ্জন চলছিল। ফর্ম এতই বাজে যাচ্ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজের সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। অথচ, তখন তিনি অধিনায়ক ছিলেন। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।

রোহিত অবসর নেওয়ায় এখন হয়তো তিনিই স্থায়ীভাবে দায়িত্ব পাচ্ছেন। এমনটা সত্যি হলে তার নেতৃত্ব আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত।