বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে সাকিব আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৭ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বারোঘরিয়া এলাকায়।
মেজর আসিফ আল-রাজেক বলেন, ‘‘সাকিব আলীর সঙ্গে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করেন সাকিব এবং সেই সময়ের নগ্ন ছবি মোবাইলে ধারণ করে রাখেন। পরে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন সাকিব।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সাকিব আলীকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’’