ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-শাসিত কাশ্মিরে ৩ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিশ্চিত করল ভারত

  • মোশারফ
  • আপডেট সময় ০৩:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • 96

ভারত-শাসিত কাশ্মিরে ৩ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিশ্চিত করল ভারত

ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা আগেই জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সূত্র জানিয়েছে, দুটি যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এবং আরেকটি ভারতের পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলটদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের এ দাবির পক্ষে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। তারই পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালালে এ পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়।

জনপ্রিয় সংবাদ

রিজার্ভ কমে ২০ বিলিয়নের ঘরে

ভারত-শাসিত কাশ্মিরে ৩ ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিশ্চিত করল ভারত

আপডেট সময় ০৩:৩৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা আগেই জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে কাশ্মীর অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সূত্র জানিয়েছে, দুটি যুদ্ধবিমান ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে এবং আরেকটি ভারতের পাঞ্জাব রাজ্যে বিধ্বস্ত হয়েছে। তবে পাইলটদের ভাগ্যে কী ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের এ দাবির পক্ষে ভারত এখনো কোনো মন্তব্য করেনি।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। তারই পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালালে এ পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়।