মঙ্গলবার ভোর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় বলে দাবি করলেন ভারতের পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিশ্র।
আজ বুধবার ০৭ মে সকালে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে একটি ভিডিও দেখানো হয়, যেখানে ২০০১ সালে ভারতের পার্লামেন্টে আক্রমণ থেকে শুরু করে ২০০২ সালে অক্ষরধাম মন্দির হামলা, ২০০৮ মুম্বাই হামলা, ২০১৬ উরি হামলা, ২০১৯ পুলবামা হামলা ও সম্প্রতি ২০২৫ সালে পেহেলগাও হামলায় তথ্য তুলে ধরা হয়। এসব হামলায় এখনো পর্যন্ত সবমিলিয়ে ৩৫০ এর উপর বেশি ভারতীয় মারা গেছেন বলে দাবি করা হয়।
পররাষ্ট্র দপ্তরের সচিব বিক্রম মিশ্র জানান, আগামী দিনেও সন্ত্রাসবাদীরা ভারতে এরকম হামলা চালাবেন বলে তথ্য রয়েছে। তাই এই সন্ত্রাসবাদীদের একেবারে নিশ্চিহ্ন করতে ‘অপারেশন সিঁদুর’ এর পরিকল্পনা করা হয়।’
সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্র আরো জানান, পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে নির্দিষ্টভাবে যেসব জঙ্গি ঘাঁটিগুলো ছিল তার ওপর বিশেষ নজরদারি চালানো হয় ভারতীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে। তাদের দেওয়া তথ্য অনুসারে, ৯টি জঙ্গি ঘাঁটিতে ৭ তারিখ রাত ০১:০৫ থেকে ০১:৩০ পর্যন্ত ২৫ মিনিট বিমান হামলা চালানো হয়।