পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) পাঁচটি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে।
নিরাপত্তা সূত্রের খবর অনুসারে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ধ্বংস হওয়া ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) জেটগুলোর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি সু-৩০ এমকেআই এবং একটি মিগ-২৯ ফুলক্রাম।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র পিটিভিকে জানিয়েছে, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে সেনারা।
জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে সামরিক বাহিনী ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা শুরু করেছে।