ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি এবং পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার। খবরে বলা হয়, বিস্ফোরণে কারখানার কংক্রিটের ছাদ ধসে পড়লে অনেকে তার নিচে চাপা পড়েন।
সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের জানায়, ‘গুজরাট রাজ্যের দিসা শহরে অবস্থিত কারখানা কমপ্লেক্সেটিতে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদ ধসে পড়ে ১৮ জনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হন।’
আনন্দবাজার বলছে, বিস্ফোরণের আঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আতশবাজি কারখানাটিতে বেআইনিভাবে বিপুল বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। তাতে কোনোভাবে অগ্নি সংস্পৃশ্যতায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, সোমবার রাতেও আরেক রাজ্যে দক্ষিণ ২৪ পরগনায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। সেখানেও বেআইনিভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়।