ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ভোজকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল (৩১ মার্চ, ২০২৫), পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজিমনগর ইউনিয়নের সেক্রেটারি আবদুর রহমান (৪১) তার নিজ বাড়িতে প্রীতি ভোজের আয়োজন করেন। এতে জামায়াতের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। কিন্তু উক্ত প্রীতি ভোজকে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ঘোষনা দিয়ে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা (১লা এপ্রিল, ২০২৫) সকাল ১০ ঘটিকায় আবদুর রহমানের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা শামসুদ্দীন (৫০), জাহাঙ্গীর শিকদার (৫০) এবং যুবলীগের আজিমনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন (৩৮) এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক আবদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে আক্রমণ করে। আবদুর রহমান বাড়িতে না থাকায় হামলাকারীরা তার বাসায় ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী আবদুর রহমানের পরিবারকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে। চাপাতি, রামদা, টেঁটা ও চাইনিজ কুড়াল নিয়ে চালানো এই হামলায় অন্তত ১২ জন গ্রামবাসী আহত হন।

আহতদের মধ্যে শিউলী আক্তার (২৪), মফজেল মৃধা (৬৭), ফারুক (২২) এবং নূর হাফেজ (১৯) গুরুতর অবস্থায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ফারুক ও নূরের অবস্থার অবনতি হলে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর আজিমনগর ইউনিয়নে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের সন্ত্রাসী হামলা এলাকায় এর আগে কখনো দেখা যায়নি। ফলে অনেকে নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে ফরিদপুর সদরে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, হামলাকারীদের নির্দেশে স্থানীয় শান্তিকামী জনগণের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেলেও এখনো কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা প্রশাসনের কাছে এই সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা

আপডেট সময় ০৬:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত একটি প্রীতি ভোজকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল (৩১ মার্চ, ২০২৫), পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজিমনগর ইউনিয়নের সেক্রেটারি আবদুর রহমান (৪১) তার নিজ বাড়িতে প্রীতি ভোজের আয়োজন করেন। এতে জামায়াতের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। কিন্তু উক্ত প্রীতি ভোজকে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম ঘোষনা দিয়ে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা (১লা এপ্রিল, ২০২৫) সকাল ১০ ঘটিকায় আবদুর রহমানের বাড়িতে সন্ত্রাসী হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা শামসুদ্দীন (৫০), জাহাঙ্গীর শিকদার (৫০) এবং যুবলীগের আজিমনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন (৩৮) এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক আবদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে আক্রমণ করে। আবদুর রহমান বাড়িতে না থাকায় হামলাকারীরা তার বাসায় ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী আবদুর রহমানের পরিবারকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাদের ওপরও আক্রমণ করে। চাপাতি, রামদা, টেঁটা ও চাইনিজ কুড়াল নিয়ে চালানো এই হামলায় অন্তত ১২ জন গ্রামবাসী আহত হন।

আহতদের মধ্যে শিউলী আক্তার (২৪), মফজেল মৃধা (৬৭), ফারুক (২২) এবং নূর হাফেজ (১৯) গুরুতর অবস্থায় হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ফারুক ও নূরের অবস্থার অবনতি হলে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর আজিমনগর ইউনিয়নে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, এ ধরনের সন্ত্রাসী হামলা এলাকায় এর আগে কখনো দেখা যায়নি। ফলে অনেকে নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে ফরিদপুর সদরে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, হামলাকারীদের নির্দেশে স্থানীয় শান্তিকামী জনগণের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেলেও এখনো কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা প্রশাসনের কাছে এই সহিংসতার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।