কুষ্টিয়ার কুমারখালীতে কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দায়ে দুই বালু কাটা শ্রমিককে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমাবার ( ৫মে ) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের পদ্মা নদীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি ব্যবহার করায় ০১ জনকে ০১টি মামলায় ১০০০/- জরিমানা করা হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কুমারখালী থানা পুলিশের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোর্য়াদ্দার এবং কুমারখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা, প্রসিকিউশন দেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার বলেন, জাটকা রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয় করে দোষীদের শাস্তি প্রদান করা হয়। জাটকা রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।