কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বিকেলে কমলগঞ্জের পানিশালা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিয়াজ মোর্শেদ রাজুকে গ্রেফতার করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তাৎক্ষণিকভাবে গ্রেফতারের অন্য কোনো কারণ বা বিস্তারিত তথ্য জানাননি।