ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রুয়েটে আইকিউএসি’র আয়োজনে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “The Role of Research & Development (R&D) in Energy and Power Sector” শীর্ষক একটি সিম্পোজিয়াম আজ সোমবার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কারিগরি কর্মকর্তারা অংশ নেন।

সকাল সাড়ে ১১টায় রুয়েটের হল রুমে আয়োজিত এই সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)-এর রেক্টর মোহাম্মদ আলাউদ্দীন এবং বিইপিআরসি-এর অতিরিক্ত সচিব ও সদস্য ড. মো. রফিকুল ইসলাম।

এছাড়া আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন দেশের অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান। নবায়নযোগ্য জ্বালানি, শক্তির দক্ষ ব্যবহার ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে তরুণ গবেষকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

সিম্পোজিয়ামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসি-এর ইনোভেশন বিভাগের পরিচালক ড. হাছান মাহমুদ, রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর মোর্শেদ এবং একই বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ও রিসার্চ অ্যাসিস্টেন্ট মো. তারিকুল ইসলাম।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে আহলে সুন্নাতের সঙ্গে পুলিশের সংঘর্ষ: ১৫ জন আটক

রুয়েটে আইকিউএসি’র আয়োজনে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “The Role of Research & Development (R&D) in Energy and Power Sector” শীর্ষক একটি সিম্পোজিয়াম আজ সোমবার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কারিগরি কর্মকর্তারা অংশ নেন।

সকাল সাড়ে ১১টায় রুয়েটের হল রুমে আয়োজিত এই সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)-এর রেক্টর মোহাম্মদ আলাউদ্দীন এবং বিইপিআরসি-এর অতিরিক্ত সচিব ও সদস্য ড. মো. রফিকুল ইসলাম।

এছাড়া আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন দেশের অর্থনৈতিক উন্নয়ন ছাড়াও পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্প খাতের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান। নবায়নযোগ্য জ্বালানি, শক্তির দক্ষ ব্যবহার ও পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে তরুণ গবেষকদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।

সিম্পোজিয়ামে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিইপিআরসি-এর ইনোভেশন বিভাগের পরিচালক ড. হাছান মাহমুদ, রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুর মোর্শেদ এবং একই বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ও রিসার্চ অ্যাসিস্টেন্ট মো. তারিকুল ইসলাম।