৫ই মে ২০২৫ ঐতিহাসিক শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে ও গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। আজ সোমবার (৫ই মে) বিকেল ৫ ঘটিকায় শহরের সাদ্দাম বাজার মোড়ে থেকে শুরু হয়ে শহিদ চত্বর (পাঁচ রাস্তা মোড়) গিয়ে মিছিল শেষে সমাবেশ বক্তারা বক্তব্য দেন।
উক্ত মিছিল উত্তোর সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা, হেফাজতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার আমীর মাওলানা আব্দুল হামিদ, দৈনিক সমকালের সাংবাদিক ইয়াছিন আরাফাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফেজ আল মাসুম ও জুবায়ের আহমেদ প্রমূখ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আক্তারুজ্জামান তালহা ও যুগ্ম সদস্যসচিব ইমরান হোসাইন প্রমুখ।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার ও হাসনাত আব্দুল্লাহ উপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানান। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, আওয়ামী রেজিমের দ্রুত বিচার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রধান উপদেষ্টা প্রতি আহ্বান জানান।