ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা রাজধানীতে চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, সবাই ছুটিতে যাচ্ছেন, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না। জনগণের নিরাপত্তায় তাঁরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। জনগণ যেন ঝামেলাহীনভাবে বাড়ি যেতে পারেন, যারা ঢাকায় অবস্থান করবেন, তাঁরা যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

যাত্রীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি কেউ দাবি করলে আপনারা অবশ্যই পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন। তবে আমাদের নজরে দু–একটা ছোট ঘটনা ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় নজরে আসেনি।

তিনি আরও বলেন, মালিকপক্ষকে বলে দেওয়া হয়েছে, প্রত্যেক চালক যেন পর্যাপ্ত বিশ্রাম পান। চালকের কারণে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এর মধ্যে আমরা কয়েকটি বাসে চেক করেছি, চালকদের সঙ্গে কথা বলে দেখেছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক (মেট্রো–১) মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিরপুর) মাকসুদুর রহমানস প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

ঈদুল ফিতর উপলক্ষে ফাঁকা রাজধানীতে চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৯ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, সবাই ছুটিতে যাচ্ছেন, কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য ছুটিতে যাচ্ছেন না। জনগণের নিরাপত্তায় তাঁরা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবেন। জনগণ যেন ঝামেলাহীনভাবে বাড়ি যেতে পারেন, যারা ঢাকায় অবস্থান করবেন, তাঁরা যাতে সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

যাত্রীদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি কেউ দাবি করলে আপনারা অবশ্যই পুলিশ কন্ট্রোল রুমে জানাবেন। তবে আমাদের নজরে দু–একটা ছোট ঘটনা ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় নজরে আসেনি।

তিনি আরও বলেন, মালিকপক্ষকে বলে দেওয়া হয়েছে, প্রত্যেক চালক যেন পর্যাপ্ত বিশ্রাম পান। চালকের কারণে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। এর মধ্যে আমরা কয়েকটি বাসে চেক করেছি, চালকদের সঙ্গে কথা বলে দেখেছি। এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগের সহকারী পরিচালক (মেট্রো–১) মো. আব্দুল জব্বার মন্ডল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (মিরপুর) মাকসুদুর রহমানস প্রমুখ।