পবিত্র ঈদুল ফিতরের দিন যত ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষ ও গণপরিবহনের ভিড় বাড়ছে। তবে এই মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও যানজটের সৃষ্টি হয়নি। ফলে দুর্ভোগ ও ভোগান্তিবিহীন নির্বিঘ্নে পরিবার ও পরিজন নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি ফিরছেন উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ।
এদিকে যমুনা সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। যা চলতি বছরের নতুন রেকর্ড।
শনিবার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসচীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
যমুনা সাইট অফিস সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল অংশের সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেনে ৩০ হাজার ৩৯৮ টি যানবাহন পার হয়েছে। এতে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০টাকা টোল আদায় হয় এবং সিরাজগঞ্জ অংশের সেতু পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ১৭ হাজার ৯৩৭ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০ টাকা টাকা।
গত বছরের বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা থেকে শুক্রবার (১৪ জুন) রাত ১২টা পর্যন্ত যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকার টোল আদায় এবং এর বিপরীত ৫৩ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়েছে। যমুনা সেতুর এযাবৎ কালে এটিই ছিল সর্বোচ্চ টোল আদায় এবং যান পারাপার।
গত বছর ঈদুল ফিতরে যমুনা সেতুর উপর দিয়ে ৪৭ হাজার ৭৫৭টি যানবাহন ও ৯ হাজার ৩৪৮টি মোটরসাইকেল পারাপার হয়েছিল। এতে ৩ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়।
চাকরির প্রলোভনে ময়মনসিংহ থেকে সাতক্ষীরায় এনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগচাকরির প্রলোভনে ময়মনসিংহ থেকে সাতক্ষীরায় এনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আহসানুল কবীর পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর উভয় প্রান্তে পাশে ফাস্ট ট্রাকসহ ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে সেতুর উভয় পাশে ২টি করে মোট ৪টি মোটরসাইকেলের বুথ রয়েছে এবং ঈদ যাত্রা নিরাপদ করতে সিসি ক্যামেরার মাধ্যমো সার্বক্ষণিক মনিটরিং চলছে।
১৯৯৮ সালের ২৩ জুন যমুনা সেতু উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে গড়ে প্রতিদিন ১৫-১৮ হাজার যানবাহন সেতুটি দিয়ে পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।