ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনিতে ৩ শিশুসহ নিহত আরও ১৬

ফিলিস্তিনি ভূখণ্ডের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। রোববার (৪ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আরর নিউজের।

অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, উপত্যকার দক্ষিণে খান ইউনিস গভর্নরেটে রাতভর বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে আল-মাওয়াসির একটি অ্যাপার্টমেন্টে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যেখানে দুই বছর বয়সী দুটি শিশু ছিল।

তিনি আরও জানান, আল-মাওয়াসির একটি তাঁবুতে হামলায় নিহত হয়েছে আরও ১০ জন। এর মধ্যে একজন শিশু এবং সাতজন নারী রয়েছে।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এএফপি। তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

এর আগে রোববার সকালে জারি করা এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানায়, সেনাবাহিনী গত দুই দিনে গাজা উপত্যকা জুড়ে ১০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। এতে বলা হয়েছে, সৈন্যরা “অস্ত্রের গুদাম” খুঁজে পেয়েছে এবং দক্ষিণে হত্যা করেছে “বেশ কয়েকজন সন্ত্রাসীকে”।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের পর গাজায় ইসরায়েলি লাগাতার হামলার পর চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতিতে যায় দু’পক্ষ। তবে এর দু’মাস পর যুদ্ধবিরতি ভেঙ্গে ১৮ মার্চ গাজায় আবারও সামরিক আক্রমণ শুরু করে ইসরায়েল।

রোববার সর্বশেষ বিবৃতিতে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছে। যার ফলে যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফিলিস্তিনিতে ৩ শিশুসহ নিহত আরও ১৬

আপডেট সময় ১০:৫২:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

ফিলিস্তিনি ভূখণ্ডের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। রোববার (৪ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আরর নিউজের।

অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, উপত্যকার দক্ষিণে খান ইউনিস গভর্নরেটে রাতভর বিমান হামলায় ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে আল-মাওয়াসির একটি অ্যাপার্টমেন্টে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যেখানে দুই বছর বয়সী দুটি শিশু ছিল।

তিনি আরও জানান, আল-মাওয়াসির একটি তাঁবুতে হামলায় নিহত হয়েছে আরও ১০ জন। এর মধ্যে একজন শিশু এবং সাতজন নারী রয়েছে।

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে এএফপি। তবে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি। একজন মুখপাত্র জানিয়েছেন যে তারা বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

এর আগে রোববার সকালে জারি করা এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানায়, সেনাবাহিনী গত দুই দিনে গাজা উপত্যকা জুড়ে ১০০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। এতে বলা হয়েছে, সৈন্যরা “অস্ত্রের গুদাম” খুঁজে পেয়েছে এবং দক্ষিণে হত্যা করেছে “বেশ কয়েকজন সন্ত্রাসীকে”।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানের পর গাজায় ইসরায়েলি লাগাতার হামলার পর চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতিতে যায় দু’পক্ষ। তবে এর দু’মাস পর যুদ্ধবিরতি ভেঙ্গে ১৮ মার্চ গাজায় আবারও সামরিক আক্রমণ শুরু করে ইসরায়েল।

রোববার সর্বশেষ বিবৃতিতে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছে। যার ফলে যুদ্ধে মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে।