আশুলিয়ার বাইপাইল এলাকার ঐতিহ্যবাহী মন্ডল পরিবারের পক্ষ থেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, তেল, চিনি, লাচ্ছা সেমাই ও প্যাকেট দুধ।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে বাইপাইল পশ্চিমপাড়া হারুন মন্ডলের বারোতলা বিল্ডিং এর এই বিতরণ কর্মসূচির আয়োজন করে ।
ধামসোন ইউনিয়ন নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হারানো রশিদ মন্ডল এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোখলেসুর রহমান ইলিয়াস শাহী খান।
হারুন রশিদ মন্ডল বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে কেন আমাদের পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর অংশ হিসেবেই এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঠিক এরই ধারাবাহিকতায় ঈদে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেছি। আমাদের এমন কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শাজাহান মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোতালেব, দুলাল মন্ডল, বাদশা মন্ডল, হামিদ মন্ডল জামে মসজিদের খতিব তোফাজ্জল হোসেনসহ আরো অনেকে।