বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “পানি কখনো অস্ত্র হতে পারে না, একমাত্র ভারতই দেখিয়ে দিল কিভাবে পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। উজানের পানি আটকে রেখে তারা তিস্তা তীরবর্তী মানুষের জীবন নিয়ে খেলছে, যা আর চলতে দেওয়া যাবে না।”
রবিবার (৪ মে) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এই সমাবেশ ও গণপদযাত্রার আয়োজন করা হয়।
মির্জা আব্বাস বলেন, “আমরা চোখের জলে কারো কাছে কিছু চাইব না, করুণা বা ভিক্ষাও না। এখন থেকে আমরা আমাদের প্রাপ্য হিস্যার পানি চাই। ভারতকে তা আজ নয়তো কাল দিতেই হবে। তিস্তার অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
তিনি আরো বলেন, “আমরা এখন এমন একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছি, যারা জনগণের অধিকার বুঝবে এবং তা আদায়ে কার্যকর পদক্ষেপ নেবে।”
বিগত সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য তিস্তা নিয়ে মানুষকে শুধু আশ্বাস দিয়েছেন, তিনি কোনো কিছুই বাস্তবায়ন করেননি। তিস্তা নিয়ে আবেগের রাজনীতি করেছে সরকার।”