ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন হলে বিএনপি একাই ৯০ ভাগের বেশি আসন পাবে : হারুনুর রশিদ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন ,বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে শতকরা ৯০ ভাগের বেশি আসন বিএনপি একাই পাবে বলে মন্তব্য করেছেন ।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শাহ নেয়ামুতুল্লাহ কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের কেউ বলছে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপর নির্বাচন। আবার কেউ বলছে আগে সংস্কার শেষ হতে হবে, তারপর নির্বাচন। ৮ মাস তো গেল সরকারের বয়স, কী সংস্কার হয়েছে? আমরা মানুষ হিসেবে যদি আমাদের অন্তর আমরা সংস্কার না করি, নিজেরা যদি ঠিক না হই তাহলে কি কেউ ওপর থেকে এসে ঠিক করে দিতে পারবে। বাংলাদেশের সংকট হলো বাংলাদেশে নির্বাচন সঠিক হয়নি। বাংলাদেশের পুলিশ, প্রশাসন নির্বাচনের সময় পক্ষপাতিত্ব করে ও সরকারের দালালি করে। সেটা যদি বন্ধ হয় আর নির্বাচন যদি সঠিক হয়, এটাই তো জনগণের প্রত্যাশা, এটিই জনগণ চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে কতিপয় নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের নিবন্ধনই হয়নি। নির্বাচনে তারা কোনো প্রতীকই পাবে না, কিন্ত দেখেন বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বিএনপিকে নিয়ে তারা কটাক্ষ করছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছে।

বিএনপির এই নেতা বলেন, গত জুলাই-আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে আজকে একটি মহল বিভিন্ন রকমভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশ যদি ৭১ সালে স্বাধীন না হতো, ৪৭ সালে ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি না হতো, আজকে যদি আমাদের মানচিত্র ও পতাকা না থাকতো তাহলে জুলাই-আগস্টের বিপ্লব দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না। সুতরাং আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে শতকরা ৯০ ভাগের বেশি আসন একাই বিএনপি পাবে এবং এককভাবে বিএনপি নির্বাচিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কবে ফিরবেন খালেদা জিয়া, জানালেন ফখরুল ইসলাম

নির্বাচন হলে বিএনপি একাই ৯০ ভাগের বেশি আসন পাবে : হারুনুর রশিদ

আপডেট সময় ১০:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন ,বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে শতকরা ৯০ ভাগের বেশি আসন বিএনপি একাই পাবে বলে মন্তব্য করেছেন ।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শাহ নেয়ামুতুল্লাহ কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ বলেন, সংস্কারের নাম করে নতুন কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের কেউ বলছে আগে শেখ হাসিনার বিচার হতে হবে, তারপর নির্বাচন। আবার কেউ বলছে আগে সংস্কার শেষ হতে হবে, তারপর নির্বাচন। ৮ মাস তো গেল সরকারের বয়স, কী সংস্কার হয়েছে? আমরা মানুষ হিসেবে যদি আমাদের অন্তর আমরা সংস্কার না করি, নিজেরা যদি ঠিক না হই তাহলে কি কেউ ওপর থেকে এসে ঠিক করে দিতে পারবে। বাংলাদেশের সংকট হলো বাংলাদেশে নির্বাচন সঠিক হয়নি। বাংলাদেশের পুলিশ, প্রশাসন নির্বাচনের সময় পক্ষপাতিত্ব করে ও সরকারের দালালি করে। সেটা যদি বন্ধ হয় আর নির্বাচন যদি সঠিক হয়, এটাই তো জনগণের প্রত্যাশা, এটিই জনগণ চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে কতিপয় নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। তাদের নিবন্ধনই হয়নি। নির্বাচনে তারা কোনো প্রতীকই পাবে না, কিন্ত দেখেন বড় বড় কথা বলে বেড়াচ্ছে। বিএনপিকে নিয়ে তারা কটাক্ষ করছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করছে।

বিএনপির এই নেতা বলেন, গত জুলাই-আগস্টে ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে কেন্দ্র করে আজকে একটি মহল বিভিন্ন রকমভাবে এটাকে উপস্থাপন করার চেষ্টা করছে। বাংলাদেশ যদি ৭১ সালে স্বাধীন না হতো, ৪৭ সালে ভারত থেকে বিভক্ত হয়ে পাকিস্তান তৈরি না হতো, আজকে যদি আমাদের মানচিত্র ও পতাকা না থাকতো তাহলে জুলাই-আগস্টের বিপ্লব দিয়ে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না। সুতরাং আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে শতকরা ৯০ ভাগের বেশি আসন একাই বিএনপি পাবে এবং এককভাবে বিএনপি নির্বাচিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি মিম ফজলে আজিম প্রমুখ।