ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। ওই সময়ের নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়া ঘোষণা করেন। এবার সেই রায় বাতিল ঘোষণা করলেন আদালত।

ডিএসসিসির ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদেশে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট থেকে বাতিল করা হয়। একইসঙ্গে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
এর আগে গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণার পর নিজ আসনে সংসদ সদস্য (এমপি) পদ দাবি করলেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এদিন বিকেল ৪টা ৩৫ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, বগুড়া-৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

হিরো আলম নিজ আসনে নিজেকে এমপি পদ ফিরে দেয়ার দাবিটি নজর কেড়েছে নেটিজেনদের। তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই একমত পোষণ বরেছেন। কেউ কেউ বলছেন, হিরো আলমের দাবি যৌক্তিক।

এর আগে হিরো আলম জানিয়েছিলেন, রাজনীতিতে আর থাকবেন না তিনি। বিরতি নিয়েছেন। কোনো দলেও যোগ দেবেন না। এমনকি নির্বাচনেও অংশ নেবেন না। মিডিয়া নিয়েই থাকতে চান। কিন্তু হঠাৎ এবার নিজেকে এমপি হিসেবে দাবি করলেন হিরো আলম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কবে ফিরবেন খালেদা জিয়া, জানালেন ফখরুল ইসলাম

ইশরাককে মেয়র করায় ‘এমপি’ পদ দাবি করলেন হিরো আলম

আপডেট সময় ০৭:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। ওই সময়ের নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়া ঘোষণা করেন। এবার সেই রায় বাতিল ঘোষণা করলেন আদালত।

ডিএসসিসির ওই নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদেশে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ডিএসসিসির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে মেয়র হিসেবে সরকারের গেজেট থেকে বাতিল করা হয়। একইসঙ্গে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।
এর আগে গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার।

এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণার পর নিজ আসনে সংসদ সদস্য (এমপি) পদ দাবি করলেন সোশ্যাল মিডিয়ার বরাতে আলোচনায় উঠে আসা আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এদিন বিকেল ৪টা ৩৫ মিনিটে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, বগুড়া-৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।’

হিরো আলম নিজ আসনে নিজেকে এমপি পদ ফিরে দেয়ার দাবিটি নজর কেড়েছে নেটিজেনদের। তার পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই একমত পোষণ বরেছেন। কেউ কেউ বলছেন, হিরো আলমের দাবি যৌক্তিক।

এর আগে হিরো আলম জানিয়েছিলেন, রাজনীতিতে আর থাকবেন না তিনি। বিরতি নিয়েছেন। কোনো দলেও যোগ দেবেন না। এমনকি নির্বাচনেও অংশ নেবেন না। মিডিয়া নিয়েই থাকতে চান। কিন্তু হঠাৎ এবার নিজেকে এমপি হিসেবে দাবি করলেন হিরো আলম।