ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় হামাসের মুখপাত্র নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • 0 Views

ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া ও আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের নতুন অভিযানের ফলে গত এক সপ্তাহে গাজায় ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে হুয়ারা শহরের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ১৮৩ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, হামাসের নেতৃত্বাধীন ৭ অক্টোবর ২০২৩ সালের হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের হামলায় হামাসের মুখপাত্র নিহত

আপডেট সময় ০৯:০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া ও আরও আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের নতুন অভিযানের ফলে গত এক সপ্তাহে গাজায় ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়ে হুয়ারা শহরের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার ১৮৩ ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৩ হাজার ৮২৮ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কারণ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো ফিলিস্তিনি এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, হামাসের নেতৃত্বাধীন ৭ অক্টোবর ২০২৩ সালের হামলায় ইসরায়েলে অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হন।