ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে আরেক ‘বিশ্বকাপ’

বিশ্বকাপ ফুটবলের অপেক্ষায় পুরো পৃথিবী। বিশ্বজুড়ে চলছে সেই বিশ্বকাপের প্রস্তুতি। ৬টি কনফেডারেশনের ২০৬টি দল বাছাই পর্বে অংশ নিয়েছে। এরই মধ্যে তিন স্বাগতিকসহ (যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো) মোট সাতটি দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। সমর্থকরা প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখার আশায় টিকিট জোগাড় করার পরিকল্পনা করছেন। আয়োজক দেশগুলোরও প্রস্তুতির শেষ নেই। সে প্রস্তুতির অংশ হিসেবেই বিশ্বকাপের আগে আরেক বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফিফা ক্লাব বিশ্বকাপ।

১৪ জুন (বাংলাদেশ সময় ১৫ জুন) শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আদলে হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। ৬টি কনফেডারেশন থেকে ৩২টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। উয়েফার ১২, কম্বেলের ৬, এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে ৪টি করে, ওশেনিয়ার ১টি এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের ১টি ক্লাব এ বিশ্বকাপে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ১২টি মাঠে ৬৩টি ম্যাচ হবে দীর্ঘ এক মাস জুড়ে। এখানে খেলবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস আর চেলসির মতো ইউরোপ-সেরা দল। খেলবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এ ছাড়া ল্যাটিন আমেরিকার বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ফ্লেমেঙ্গো, ফ্লুমিনেন্স এবং পালমেইরাস; এশিয়ার আল হিলাল, আল আইন, উলসান এবং ওরাওয়া; আফ্রিকার আল আহলির মতো ক্লাবগুলো এ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। ক্লাব বিশ্বকাপে দলগুলো নির্ধারিত হয়েছে কনফেডারেশনের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা এবং র‌্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, কোপা লিবারতেদর্স ইত্যাদি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলো সুযোগ পেয়েছে এ বিশ্বকাপে। বার্সেলোনার মতো দল বাদ পড়েছে উয়েফা প্রতিযোগিতায় গত কয়েক মৌসুমে বাজে ফল করায়।

ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল খেলবে নকআউট পর্বে। প্রি-কোয়ার্টার, কোয়ার্টার, সেমি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের মতোই। যুক্তরাষ্ট্রের আটলান্টা, শার্লট, সিনসিনাত্তি, ইস্ট রাদারফোর্ড, মায়ামি গার্ডেনস, ন্যাশভিল, অরল্যান্ডো, প্যাসাডেনা, ফিলাডেলফিয়া, সিটল এবং ওয়াশিংটন ডিসিতে হবে ম্যাচগুলো। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও আল আহলি ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে মাইলফলক স্থাপনকারী এ টুর্নামেন্ট।

ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে বলছেন, ‘এটি সত্যিকারের খেলা। সত্যিকারের প্রতিযোগিতা। এটিই আসল বিশ্বকাপ। এখানে খেলবেন সেরা ফুটবলাররা। সেরা দলগুলো আসবে এখানে।’ তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই যুক্তরাষ্ট্রকে বলেছি তোমাদের সেরাদের নিয়ে আসতে হবে। আমেরিকানরা সেরা খেলাই দেখতে চায়। গড়পড়তা কিছু দেখতে চায় না। এবার সেরা দলগুলোই আসছে এখানে।’

ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করে মূলত বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিই সেরে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী বছরের জুন-জুলাইয়ে বিশ্বকাপের মহাযজ্ঞ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যুক্তরাষ্ট্রের ১১ শহরে হবে বিশ্বকাপ। এ ছাড়া আয়োজক হবে মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি শহর। আগামী বছরের বিশ্বকাপ হতে যাচ্ছে আরও বড় পরিসরে। ৪৮ দল ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে বিশ্বকাপে। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ৩২ দল খেলবে নকআউট পর্বে। মাইলফলক স্থাপনকারী বিশ্বকাপের প্রস্তুতিটাও হতে যাচ্ছে আরও একটি মাইলফক দিয়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

বিশ্বকাপের আগে আরেক ‘বিশ্বকাপ’

আপডেট সময় ০১:৩৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

বিশ্বকাপ ফুটবলের অপেক্ষায় পুরো পৃথিবী। বিশ্বজুড়ে চলছে সেই বিশ্বকাপের প্রস্তুতি। ৬টি কনফেডারেশনের ২০৬টি দল বাছাই পর্বে অংশ নিয়েছে। এরই মধ্যে তিন স্বাগতিকসহ (যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো) মোট সাতটি দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। সমর্থকরা প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখার আশায় টিকিট জোগাড় করার পরিকল্পনা করছেন। আয়োজক দেশগুলোরও প্রস্তুতির শেষ নেই। সে প্রস্তুতির অংশ হিসেবেই বিশ্বকাপের আগে আরেক বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ফিফা ক্লাব বিশ্বকাপ।

১৪ জুন (বাংলাদেশ সময় ১৫ জুন) শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আদলে হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। ৬টি কনফেডারেশন থেকে ৩২টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। উয়েফার ১২, কম্বেলের ৬, এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকা থেকে ৪টি করে, ওশেনিয়ার ১টি এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের ১টি ক্লাব এ বিশ্বকাপে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের ১২টি মাঠে ৬৩টি ম্যাচ হবে দীর্ঘ এক মাস জুড়ে। এখানে খেলবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস আর চেলসির মতো ইউরোপ-সেরা দল। খেলবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। এ ছাড়া ল্যাটিন আমেরিকার বোকা জুনিয়র্স, রিভার প্লেট, ফ্লেমেঙ্গো, ফ্লুমিনেন্স এবং পালমেইরাস; এশিয়ার আল হিলাল, আল আইন, উলসান এবং ওরাওয়া; আফ্রিকার আল আহলির মতো ক্লাবগুলো এ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে। ক্লাব বিশ্বকাপে দলগুলো নির্ধারিত হয়েছে কনফেডারেশনের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতা এবং র‌্যাঙ্কিংয়ের ওপর নির্ভর করে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, কোপা লিবারতেদর্স ইত্যাদি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলো সুযোগ পেয়েছে এ বিশ্বকাপে। বার্সেলোনার মতো দল বাদ পড়েছে উয়েফা প্রতিযোগিতায় গত কয়েক মৌসুমে বাজে ফল করায়।

ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল খেলবে নকআউট পর্বে। প্রি-কোয়ার্টার, কোয়ার্টার, সেমি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের মতোই। যুক্তরাষ্ট্রের আটলান্টা, শার্লট, সিনসিনাত্তি, ইস্ট রাদারফোর্ড, মায়ামি গার্ডেনস, ন্যাশভিল, অরল্যান্ডো, প্যাসাডেনা, ফিলাডেলফিয়া, সিটল এবং ওয়াশিংটন ডিসিতে হবে ম্যাচগুলো। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও আল আহলি ম্যাচ দিয়ে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে মাইলফলক স্থাপনকারী এ টুর্নামেন্ট।

ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে বলছেন, ‘এটি সত্যিকারের খেলা। সত্যিকারের প্রতিযোগিতা। এটিই আসল বিশ্বকাপ। এখানে খেলবেন সেরা ফুটবলাররা। সেরা দলগুলো আসবে এখানে।’ তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই যুক্তরাষ্ট্রকে বলেছি তোমাদের সেরাদের নিয়ে আসতে হবে। আমেরিকানরা সেরা খেলাই দেখতে চায়। গড়পড়তা কিছু দেখতে চায় না। এবার সেরা দলগুলোই আসছে এখানে।’

ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করে মূলত বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিই সেরে নিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী বছরের জুন-জুলাইয়ে বিশ্বকাপের মহাযজ্ঞ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যুক্তরাষ্ট্রের ১১ শহরে হবে বিশ্বকাপ। এ ছাড়া আয়োজক হবে মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি শহর। আগামী বছরের বিশ্বকাপ হতে যাচ্ছে আরও বড় পরিসরে। ৪৮ দল ১২ গ্রুপে ভাগ হয়ে খেলবে বিশ্বকাপে। প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ৩২ দল খেলবে নকআউট পর্বে। মাইলফলক স্থাপনকারী বিশ্বকাপের প্রস্তুতিটাও হতে যাচ্ছে আরও একটি মাইলফক দিয়ে।