আজ বোরাক পলিটেকনিক ইনস্টিটিউটে “বোরাক পলিটেকনিক ইনস্টিটিউট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BPISA)”-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এবং সহকারী শিক্ষকবৃন্দ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনটির কার্যক্রমের সূচনা ঘোষণা করেন।
এই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনটি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সামাজিক, মানবিক, সাংগঠনিক ও কল্যাণমূলক সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই অ্যাসোসিয়েশন সদস্য শিক্ষার্থীদের জন্য জরুরি চিকিৎসা ও দুর্ঘটনা সহায়তা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ, পরীক্ষার ফল বিশ্লেষণ, অনুদান সংগ্রহ, বৃত্তি ও পুরস্কার প্রদান, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের আয়োজনসহ নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে।
প্রিন্সিপাল মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও সংগঠিত করে তুলতে অ্যাসোসিয়েশনের ভূমিকা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষকগণও এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং সবধরনের সহায়তার আশ্বাস দেন।
অ্যাসোসিয়েশনের মূলনীতি অনুযায়ী, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে।