সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সহস্রাধিক শিল্প কারখানায় ছুটি ঘোষণা হলেই সড়কে ঢল নামে ঈদে ঘরে ফেরা সাধারণ শ্রমিকদের। সাভার ও আশুলিয়ার বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করার পর থেকে শ্রমিকদের অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছে। এতে করে নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-বাইপাইল ইপিজেড সড়কের প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার বিকালের পর থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের কিছুটা জটলা দেখা গেছে। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার জুড়ে যানজট দেখা দিয়েছে। এছাড়া টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়া বাজার থেকে প্রায় ২ কিলোমিটার আব্দুল্লাহপুর অভিমুখে যানজটের সৃষ্টি হয়েছে।
ঢাকা উত্তর ট্রাফিক পুলিশের এ্যাডমিন মোহাম্মদ গোলাম সারোয়ার জানান, ‘এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে সড়কে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো কিছু মানুষ বের হয়েছে। নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইল ও চন্দ্রা এলাকায় কিছুটা প্রেসার তৈরি হয়েছে। আমরা মনে করছি, কিছু কিছু করে মানুষ ঈদে বাড়ি ফিরবে। তবে মূল যাত্রাটা শুরু হবে শুক্রবার থেকে। জুমার নামাজ শেষে অধিক সংখ্যক মানুষ বাড়ির উদ্দেশ্যে রওনা হবে বলে আমরা ধারণা করছি। তবে আজ থেকে মোটামুটি ভাবে যাত্রা শুরু হয়েছে।’
এবিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া বলেন, ‘সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ডিইপিজেডসহ সহস্রাধিক পোশাক কারখানা রয়েছে। আজ ২৫ মার্চ সাব-কন্ট্রাক্টে কাজ করা ছোট কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। যে সংখ্যা অনেকটাই কম। তবে মূলত আগামী ২৭ মার্চ থেকে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হবে।’