ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ার একটি মন্দিরে পদদলনে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৫৫ জন। গোয়ার ওই মন্দিরে কয়েকশ হিন্দু তীর্থযাত্রীর হুড়োহুড়িতে এই পদদলনের ঘটনা ঘটেছে বলে শনিবার রাজ্য পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাতে গোয়ার শিরগাও গ্রামের মন্দিরে শ্রী লাইরাই যাত্রা নামের বার্ষিক এক উৎসব চলাকালীন পদদলনের ঘটনা ঘটে। এই উৎসবে আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়াসহ বিভিন্ন ধরনের পূজা-অর্চনা করেন হিন্দু তীর্থযাত্রীরা।
গোয়ার রাজধানী পাঞ্জিমের পুলিশ কর্মকর্তা ভি.এস. চাদোনকার বলেন, মন্দিরে উপস্থিত ভক্তরা একটি ধর্মীয় অনুষ্ঠান দেখছিলেন। সেখানে আচার পালনের সময় লোকজনের মাঝে ব্যাপক উন্মত্ততা দেখা দেয়। এর ফলে ওই দুর্ঘটনার সূত্রপাত হয়।
তিনি বলেন, পদদলনের ঘটনায় শিরগাও গ্রামের ওই মন্দিরে অন্তত ছয়জন ভক্ত প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৫৫ জন। তাদের মধ্যে কমপক্ষে ৮ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।