ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি

মুন্সীগঞ্জ শহরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নৈশ প্রহরী আবুল হোসেনকে (৫৫) উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২ টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে এবং অভিযুক্তকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বাধা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনা সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর ৮ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে নৈশপ্রহরী।

পরে মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে ছুটে যায়। সেখানে শ্রেণিকক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে রেখে নৈশ প্রহরীকে মারধর করার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। এসসয় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি

আপডেট সময় ০৮:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

মুন্সীগঞ্জ শহরে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নৈশ প্রহরী আবুল হোসেনকে (৫৫) উদ্ধার করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১২ টার দিকে শহরের কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এদিকে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে এবং অভিযুক্তকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যেতে বাধা দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনা সদস্যরা হাসপাতালে অবস্থান নিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর ৮ বছর বয়সী ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে নৈশপ্রহরী।

পরে মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বিদ্যালয়ে ছুটে যায়। সেখানে শ্রেণিকক্ষের ভেতর নৈশ প্রহরীকে আটকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নৈশ প্রহরীকে উদ্ধার করে।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হুমায়ুন কবীর জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আটকে রেখে নৈশ প্রহরীকে মারধর করার খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়। এসসয় বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে তাকে উদ্ধার করে পুলিশ।