পবিত্র রামাদান উপলক্ষ্যে কিডস ক্রিয়েশন টিভি আয়োজিত শিশুদের সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস, সিজন-২ এর গ্র্যান্ড ফিনালে ২৯ রমজান (৩০ মার্চ) সন্ধ্যা ৬:১৫ মিনিটে জিটিভিতে সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি একই সাথে বাংলাদেশের প্রথম শিশতোষ আইপি চ্যানেল কিডস ক্রিয়েশন টিভি‘র নিজস্ব পেইজ, ওয়েব সাইট ও ইউটিউবেও দেখা যাবে।
আকিজ প্লাস্টিকস নিবেদিত ও পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি- রিচম্যান-লুবনান,ইবনে সিনা ,হামদর্দ ও এমডিআইসি এবং দ্বিতীয় সিজনে এসেই অনুষ্ঠানটি শিশু-কিশোর অঙ্গনে বেশ সাড়া ফেলেছে। নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং তাদেরকে জ্ঞান চর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠানটির স্লোগান করা হয়েছে ‘জ্ঞানের আলো আমরা আলো করবো চতুর্দিক’।
সারাদেশ থেকে আসা দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় এই প্রতিযোগিতায়। ১০ জানুয়ারি রাজধানী ঢাকার গুলশানস্থ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা অঞ্চলের সিলেকশন রাউন্ড এর মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। এর উদ্বোধন করেন কিডস ক্রিয়েশন টিভির সিইও বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ। অনলাইনে বাকী বিভাগগুলো থেকে বাছাই করা হয়। সিলেকশান প্রতিযোগিতার মাধ্যমে ২৮টি টিমকে টেলিভিশন প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়।
২য় সিজনে চ্যাম্পিয়ন টিমের প্রাইজ মানি হচ্ছে নগদ এক লক্ষ টাকা ও রানার আপ টিমের পঞ্চাশ হাজার টাকা। ৩য় ও ৪র্থ টিম পায় পঁচিশ হাজার টাকা করে। পাশাপাশি কোর্য়াটার ফাইনালে উঠে আসা সব টিমের জন্যই ছিলো নগদ অর্থসহ আকর্ষণীয় পুরস্কার ও ক্রেস্ট।
প্রথম রাউন্ড, ২য় রাউন্ড ও কোয়ার্টার্ ফাইনাল অতিক্রম করে সেমিফাইনালে উঠে আসা ৪টি টিম হলো ঢাকার তামিরুল মিল্লাহত কামিল মাদরাসা, বিএএফ শাহীন কলেজ, ঢাকা, সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রতিষ্ঠানের সিইও শরীফ বায়জীদ মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহসী সাংবাদিক, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. চৌধুরী মাহমুদ হাসান, লেখক গবেষক ড. আ জ ম ওবায়দুল্লাহ, সাংস্কৃতিক ব্যত্বিত্ত্ব অধ্যাপক সাইফুল্লাহ মানছুর এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের এএমডি জনাব জামাল উদ্দিন মজুমদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান, প্যান ভিশন টিভি‘র সিইও মাহবুব মুকুল, জিরো অলিম্পিয়াড হোস্ট ফাতেহা আয়াত এবং শিশু সেলিব্রেটি সুবাহ সাফায়েত সিজদাহ। প্রধান অতিথিসহ সম্মানিত মেহমানগণ মিলনায়তনে উপস্থিত থেকে গ্র্যান্ড ফিনালের প্রতিযোগিতা উপভোগ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- শিশুদের এই জ্ঞানের স্পৃহা দেখে তিনি রীতিমত অবাক। ধর্মীয়, রাজনৈতিক, আর্ন্তজাতিক, বিজ্ঞান, প্রযুক্তি সবদিক দিয়ে আমাদের সন্তানদেরকে প্রজ্ঞাবান করে গড়ে তুলতে এ ধরনের অনুষ্ঠান বড় ভূমিকা রাখবে। কিডস ক্রিয়েশান টিভি‘র এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রতিযোগিতাটি ধারাবাহিকভাবে রমজানে প্রতিদিন বিকাল সাড়ে চারটায় জিটিভিতে প্রচারিত হচ্ছে। হাবিবুল্লাহ শিকদারের পরিচালনায় অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আহসান হাবীব খান। ভিডিও সম্পাদনা করেছেন রবিউল ইসলাম এবং আব্দুল্লাহ। এর প্রশ্ন সংকলন ও সম্পাদনায় ছিলেন ড. মতিউল ইসলাম, ড. মীর মনজুর মাহমুদ, ড. মস্তোফা মনোয়ার, আহসান হাবীব খান, হাবিবুর রহমান শামিম এবং ইউনুস ফারাবি।
-হাবিব আহসান