ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বামপন্থিদের মব সন্ত্রাস ও অসংলগ্ন স্লোগানের প্রতিবাদ জানাল ছাত্রশিবির Logo সুবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন Logo নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না-মির্জা ফখরুল Logo জুলাই ঘোষণাপত্রে পরিপূর্ণতার অভাব রয়েই গেলো-আখতার হোসেন Logo রুয়ার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক মহিউদ্দীনকে নওগাঁ উন্নয়ন ফোরামের সংবর্ধনা Logo খোকসা থানায় চোরাই ট্রলি গায়েব, ভুয়া স্ট্যাম্পে ধামাচাপা Logo চালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মাইক্রোবাসটি,একই পরিবারের ৭ জন নিহত Logo মেহেরপুরের সড়কে ককটেল ফাটিয়ে গণডাকাতি Logo জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক বিএনপি প্রতিক্রিয়া জানাবে আজ Logo এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে

ফারাক্কার কারণে ১২ জেলায় পরিবেশ বিপর্যয়

ফারাক্কায় একতরফা পানি প্রত্যাহারে শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের নদ-নদী। প্রতিনিয়ত জাগছে চর। বর্ষাকাল ছাড়া বছরের আট মাসই পানিশূন্য থাকছে নদীগুলো। সেসঙ্গে জলবায়ু পরিবর্তনে পাঁচ দশকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। পদ্মা সংলগ্ন ১২ জেলায় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে গড় বৃষ্টিপাত। এতে দেশের কৃষি প্রধান উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ত্বরান্বিত হচ্ছে মরুকরণ

রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, ফারাক্কার পানি প্রত্যাহারের ফলে দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো শুধু পানিশূন্য হয়ে পড়েনি, পদ্মা অববাহিকায় পানির আধার হিসেবে থাকা ৩৩ হাজার ৬৮০ হেক্টর বিল, ৮৪ হাজার ৪৯৮টি পুকুর, ৬ লাখ ১০ হাজার ৪৬৭ হেক্টর প্লাবনভূমি পানিশূন্য হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ পরিপালনে।

নদী শুকিয়ে যাওয়া ও ক্রমবর্ধমান পানি উত্তোলনের ফলে ভূগর্ভের পানিতেও টান পড়েছে। রাজশাহীসহ বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপেও পানি মিলছে না। বাংলাদেশ ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের (ওয়ারপো) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী তথা উত্তর-পশ্চিমাঞ্চলের ৭১ শতাংশ এলাকায় মাঝারি, উচ্চ ও অতি উচ্চমাত্রার ঝুঁকিতে পড়েছে ভূগর্ভস্থ পানির স্তর। এসব এলাকায় স্থাপিত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তিন শতাধিক গভীর নলকূপ আংশিক ও পুরোপুরি অকেজো হয়ে পড়েছে।

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ভারত ফারাক্কায় পানি প্রত্যাহারে পদ্মা নদী এবং অববাহিকায় পরিবেশ ও প্রতিবেশের ওপর ভয়ংকর প্রতিকূল প্রভাব দৃশ্যমান। পদ্মার বুকে জেগে ওঠা তিন হাজারের বেশি চরে বসবাসকারীরাও বছরের অধিকাংশ সময় টিউবওয়েলে পানি পান না। এখানকার কৃষি বিপর্যয়ের মুখে পড়েছে।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বামপন্থিদের মব সন্ত্রাস ও অসংলগ্ন স্লোগানের প্রতিবাদ জানাল ছাত্রশিবির

ফারাক্কার কারণে ১২ জেলায় পরিবেশ বিপর্যয়

আপডেট সময় ১১:৪২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

ফারাক্কায় একতরফা পানি প্রত্যাহারে শুকিয়ে যাচ্ছে বাংলাদেশের নদ-নদী। প্রতিনিয়ত জাগছে চর। বর্ষাকাল ছাড়া বছরের আট মাসই পানিশূন্য থাকছে নদীগুলো। সেসঙ্গে জলবায়ু পরিবর্তনে পাঁচ দশকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। পদ্মা সংলগ্ন ১২ জেলায় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে গড় বৃষ্টিপাত। এতে দেশের কৃষি প্রধান উত্তর-পশ্চিমাঞ্চলের বিশাল এলাকাজুড়ে ত্বরান্বিত হচ্ছে মরুকরণ

রাবির পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, ফারাক্কার পানি প্রত্যাহারের ফলে দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো শুধু পানিশূন্য হয়ে পড়েনি, পদ্মা অববাহিকায় পানির আধার হিসেবে থাকা ৩৩ হাজার ৬৮০ হেক্টর বিল, ৮৪ হাজার ৪৯৮টি পুকুর, ৬ লাখ ১০ হাজার ৪৬৭ হেক্টর প্লাবনভূমি পানিশূন্য হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ পরিপালনে।

নদী শুকিয়ে যাওয়া ও ক্রমবর্ধমান পানি উত্তোলনের ফলে ভূগর্ভের পানিতেও টান পড়েছে। রাজশাহীসহ বিস্তীর্ণ বরেন্দ্র অঞ্চলে গভীর নলকূপেও পানি মিলছে না। বাংলাদেশ ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের (ওয়ারপো) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহী তথা উত্তর-পশ্চিমাঞ্চলের ৭১ শতাংশ এলাকায় মাঝারি, উচ্চ ও অতি উচ্চমাত্রার ঝুঁকিতে পড়েছে ভূগর্ভস্থ পানির স্তর। এসব এলাকায় স্থাপিত বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের তিন শতাধিক গভীর নলকূপ আংশিক ও পুরোপুরি অকেজো হয়ে পড়েছে।

পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ভারত ফারাক্কায় পানি প্রত্যাহারে পদ্মা নদী এবং অববাহিকায় পরিবেশ ও প্রতিবেশের ওপর ভয়ংকর প্রতিকূল প্রভাব দৃশ্যমান। পদ্মার বুকে জেগে ওঠা তিন হাজারের বেশি চরে বসবাসকারীরাও বছরের অধিকাংশ সময় টিউবওয়েলে পানি পান না। এখানকার কৃষি বিপর্যয়ের মুখে পড়েছে।