ঠাকুরগাঁওয়ে একটি ভুট্টা ক্ষেত থেকে সদ্যোজাত এক কন্যাশিশু উদ্ধার হয়েছে। জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটির কান্না শুনে স্থানীয় এক নারী তাকে খুঁজে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, দত্তক নেওয়ার জন্য সেখানে ভিড় জমায় ২০-২৫ জনের বেশি মানুষ।
প্রশাসন জানিয়েছে, শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী তার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এক নারী পাশের মরিচখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনে তিনি খোঁজ নিতে গিয়ে ভুট্টা ক্ষেতে নবজাতকটিকে দেখতে পান। পরে স্থানীয়রা জড়ো হয়ে প্রশাসনকে খবর দেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম জানান, খবর পেয়ে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে শিশুটির চিকিৎসা চলছে।
হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহিন জানান, নবজাতকটি সুস্থ আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।