ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo একাত্তরের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রামিই চব্বিশ :মজিবুর রহমান মঞ্জু Logo নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া সংবিধান পরিবর্তন কঠিন : জোনায়েদ সাকি Logo রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা Logo সংস্কার ও বিচার ছাড়া ক্ষমতায় বসানোর চেষ্টা হলে জনগণ প্রতিরোধ করবে’-নাহিদ Logo সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন হলে সবাই এক হয়ে যাব: মির্জা আব্বাস Logo বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে গুগল Logo যমুনা সেতু থেকে ‘২৪ ঘণ্টায় দুই কোটি ৫৭ লাখ টাকার টোল আদায় Logo বিএনপির কার্যালয়ে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর- আহত ২ Logo শ্রদ্ধা-ভালোবাসায় বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি Logo খাগড়াছড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১৬ দোকান

চাঁদপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ মার্চ, শনিবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়, যেখানে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সভাপতি মহররম আলী , যিনি রমজানের গুরুত্ব ও ছাত্রদের নৈতিক উন্নতির বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক সভাপতি কাউসার আলম, জাকারিয়া মহিউদ্দিন, এডভোকেট কাদের খান, সাইফুল ইসলাম সবুজ খান, জুবায়ের হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। যারা রোজা ও আত্মশুদ্ধির তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন , যিনি বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে বেশি বেশি ইবাদত ও আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে পরিপূর্ণ মু’মিন হওয়ার সুযোগ রয়েছে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়, যা সম্পূর্ণ আয়োজন ছিল সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূর্ণ।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

জনপ্রিয় সংবাদ

একাত্তরের স্বাধীনতার অর্জনকে পুনঃস্থাপন করার সংগ্রামিই চব্বিশ :মজিবুর রহমান মঞ্জু

চাঁদপুর সরকারি কলেজে ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল

আপডেট সময় ১০:১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ মার্চ, শনিবার চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়, যেখানে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর শহর শাখার সভাপতি মহররম আলী , যিনি রমজানের গুরুত্ব ও ছাত্রদের নৈতিক উন্নতির বিষয়ে আলোচনা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক সভাপতি কাউসার আলম, জাকারিয়া মহিউদ্দিন, এডভোকেট কাদের খান, সাইফুল ইসলাম সবুজ খান, জুবায়ের হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। যারা রোজা ও আত্মশুদ্ধির তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন , যিনি বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাসে বেশি বেশি ইবাদত ও আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে পরিপূর্ণ মু’মিন হওয়ার সুযোগ রয়েছে।”

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়, যা সম্পূর্ণ আয়োজন ছিল সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূর্ণ।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।