ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে পুলিশের গাড়ি ভাংচুর, গ্রেপ্তার ৩

মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আশুলিয়ায় মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সময় সরকারী কাজে বাঁধা প্রদানসহ পুলিশের গাড়ি ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আহতের ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার সদর থানার মিস্ত্রী পাড়া মহল্লার মনির শেখের ছেলে ইমরান শেখ (২৬), গোপালগঞ্জ জেলার সদর থানার শিবপুর গ্রামের মো. কাজিম শেখের ছেলে জসিম (২০), একই জেলা ও থানার বনগ্রাম এলাকার আজিম শেখের ছেলে নয়ন শেখ (২১) ।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও ভোগান্তি কমাতে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক রবিবার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভার উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখলকারী পাঁচ শতাধিক হকার সরকারী কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে তারা লাঠি সোটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ রাতেই ৩ যুবককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, সরকারী কাজে বাঁধা প্রদানসহ উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করাসহ সরকারী দুটি গাড়ী ভাংচুর করে ১০ লক্ষ টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ৩ হামলাকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে পুলিশের গাড়ি ভাংচুর, গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৭:২০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আশুলিয়ায় মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার সময় সরকারী কাজে বাঁধা প্রদানসহ পুলিশের গাড়ি ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আহতের ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

গ্রেপ্তারকৃতরা হলো- খুলনা জেলার সদর থানার মিস্ত্রী পাড়া মহল্লার মনির শেখের ছেলে ইমরান শেখ (২৬), গোপালগঞ্জ জেলার সদর থানার শিবপুর গ্রামের মো. কাজিম শেখের ছেলে জসিম (২০), একই জেলা ও থানার বনগ্রাম এলাকার আজিম শেখের ছেলে নয়ন শেখ (২১) ।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে যানজট নিরসন ও ভোগান্তি কমাতে সাভার উপজেলা প্রশাসন কর্তৃক রবিবার দুপুরে আশুলিয়ার বলিভদ্র এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভার উপজেলা সহকারী কশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাত দখলকারী পাঁচ শতাধিক হকার সরকারী কাজে বাঁধা প্রদান করে। একপর্যায়ে তারা লাঠি সোটা, লোহার রড, জিআই পাইপ, কাঠের বাটাম সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে ঘটনাস্থলে থাকা দুটি পুলিশের গাড়ি ভাংচুর করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ রাতেই ৩ যুবককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, সরকারী কাজে বাঁধা প্রদানসহ উচ্ছেদ অভিযান পরিচালনাকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করাসহ সরকারী দুটি গাড়ী ভাংচুর করে ১০ লক্ষ টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ৩ হামলাকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।