ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় অনুষ্ঠানে ‘হট্টগোল’ Logo চীনে বোয়াও সম্মেলনে আগামীকাল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা Logo ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার Logo জামায়াতকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের অভিযোগ থেকে মুক্ত ঘোষণা করেছে কানাডার ট্রাইবুনাল Logo বাংলা নববর্ষের শোভাযাত্রায় থাকবে না শহীদ আবু সাঈদের ভাস্কর্য Logo মহান স্বাধীনতা দিবসে চীনা প্রেসিডেন্টের শুভেচ্ছা Logo মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এতিম ছাত্রদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ Logo আমরা দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত-আব্দুর রহমান মূসা Logo ড. ইউনূসকে দেওয়া বার্তায় কী বললেন মোদি Logo বিএনপি’র দুই গ্রুপের বিরোধ ঘিরে মীরসরাইয়ে ১৪৪ ধারা জারি

আজ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান

সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার পরে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স এ্যাডেসে বক্তব্য দেবেন তিনি। সেনাসদরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সেনাবাহিনীর ঢাকাস্থ ইউনিটের জন্য ঢাকার সেনানিবাসের সেনাপ্রাঙ্গনে অফিসার্স এ্যাডেস অনুষ্ঠিত হবে। অন্যান্য ফরমেশন ও মিশন এলাকার অফিসারগণ ভিটিসির মাধ্যমে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানে সেনাসদস্যদের পোশাক থাকবে ক্যাপসহ কমব্যাট ইউনিফর্ম।

এতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধানের অফিসার্স এ্যাডেসে বাংলাদেশ সেনাবাহিনীর সকল (কর্তব্য ব্যতিত) অফিসার উপস্থিত থাকবেন। ঢাকা এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন। স্টেশন সদর দপ্তর ঢাকা প্রেষণে নিয়োজিত অফিসারগণের কোটা বরাদ্দ এবং অংশগ্রহণ নিশ্চিত করবে। মিরপুর (এনডিসি, ডিএসসিএসসি, এমআইএসটি, বিইউপিসহ) এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন।সেনাসদর জানায়, অন্যান্য সকল ফরমেশন/স্টেশন/মিশন এরিয়ার সর্বোচ্চসংখ্যক অফিসার ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করবেন (ক্রোড়পত্রক এ উল্লিখিত স্টেশন অনুযায়ী)। মিশন এলাকায় কর্তব্যে নিয়োজিত ব্যক্তিবর্গ ভিটিসির মাধ্যমে অফিসার্স এ্যাড্রেসে অংশগ্রহণ করবেন। সেনাসদর, জিএস শাখা (ওও পরিদপ্তর) মিশন এলাকায় নিয়োজিত অফিসারগণের অংশগ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় অনুষ্ঠানে ‘হট্টগোল’

আজ সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান

আপডেট সময় ১১:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (২৪ মার্চ) সকাল ১০ টার পরে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স এ্যাডেসে বক্তব্য দেবেন তিনি। সেনাসদরের এক বার্তায় এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, সেনাবাহিনীর ঢাকাস্থ ইউনিটের জন্য ঢাকার সেনানিবাসের সেনাপ্রাঙ্গনে অফিসার্স এ্যাডেস অনুষ্ঠিত হবে। অন্যান্য ফরমেশন ও মিশন এলাকার অফিসারগণ ভিটিসির মাধ্যমে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানে সেনাসদস্যদের পোশাক থাকবে ক্যাপসহ কমব্যাট ইউনিফর্ম।

এতে আরও বলা হয়, সেনাবাহিনী প্রধানের অফিসার্স এ্যাডেসে বাংলাদেশ সেনাবাহিনীর সকল (কর্তব্য ব্যতিত) অফিসার উপস্থিত থাকবেন। ঢাকা এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন। স্টেশন সদর দপ্তর ঢাকা প্রেষণে নিয়োজিত অফিসারগণের কোটা বরাদ্দ এবং অংশগ্রহণ নিশ্চিত করবে। মিরপুর (এনডিসি, ডিএসসিএসসি, এমআইএসটি, বিইউপিসহ) এলাকায় কর্মরত সকল অফিসার (প্রেষণে নিয়োজিত এবং ছাত্র অফিসারসহ) অংশগ্রহণ করবেন।সেনাসদর জানায়, অন্যান্য সকল ফরমেশন/স্টেশন/মিশন এরিয়ার সর্বোচ্চসংখ্যক অফিসার ভিটিসির মাধ্যমে অংশগ্রহণ করবেন (ক্রোড়পত্রক এ উল্লিখিত স্টেশন অনুযায়ী)। মিশন এলাকায় কর্তব্যে নিয়োজিত ব্যক্তিবর্গ ভিটিসির মাধ্যমে অফিসার্স এ্যাড্রেসে অংশগ্রহণ করবেন। সেনাসদর, জিএস শাখা (ওও পরিদপ্তর) মিশন এলাকায় নিয়োজিত অফিসারগণের অংশগ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।