রাজধানীর রামপুরা পলাশবাগ এলাকায় আজ সোমবার) ভোরে একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়
সোমবার (২৪ মার্চ) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, রামপুরা পলাশবাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে আগুন লাগে।
এদিন ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ৫টা ৩৬ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরো বলেন, পরে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত কীভাবে ও হতাহত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।