ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল, তাদের সম্মান দেখাতে হবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে ৯০ ও ২৪ সালের গণ-অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষ ছিল। তাই আমাদের এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, সম্মান দেখাতে হবে।’

আজ রবিবার ২৩ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইফতার বিতরণ করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহীর কমিটি নেতারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমাদের দ্বারা সেসব প্রতিষ্ঠানে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। মনে রাখতে হবে, ৭১ সালে আমাদের দেশের সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল। সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর (জিয়াউর রহমান) তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

আমরা ৯০ সালের আন্দোলনেও দেখেছি। ওই আন্দোলন যখন তুঙ্গে তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। ২০২৪ সালেও (জুলাই আন্দোলন) আমরা দেখেছি, এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। তারা জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী সব সময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, আমাদেরকে সম্মান দেখাতে হবে।

বিএনপির এই মুখ্যপাত্র বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল, তাদের সম্মান দেখাতে হবে: রিজভী

আপডেট সময় ০৮:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে ৯০ ও ২৪ সালের গণ-অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষ ছিল। তাই আমাদের এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, সম্মান দেখাতে হবে।’

আজ রবিবার ২৩ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইফতার বিতরণ করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহীর কমিটি নেতারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমাদের দ্বারা সেসব প্রতিষ্ঠানে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। মনে রাখতে হবে, ৭১ সালে আমাদের দেশের সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল। সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর (জিয়াউর রহমান) তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

আমরা ৯০ সালের আন্দোলনেও দেখেছি। ওই আন্দোলন যখন তুঙ্গে তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। ২০২৪ সালেও (জুলাই আন্দোলন) আমরা দেখেছি, এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। তারা জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে।

ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী সব সময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, আমাদেরকে সম্মান দেখাতে হবে।

বিএনপির এই মুখ্যপাত্র বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে।