ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫: থাকবে বিএনপি-জামায়াত-এনসিপির বুথ

দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে আগামী এপ্রিলে একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরার লক্ষ্যে এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ আলাদা আলাদা বুথ থাকবে। থাকবে তিনটি রাজনৈতিক দলের বুথও।

দলগুলো হচ্ছে-বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সম্মেলনের প্রস্তুতি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার (২৩ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, “সম্মেলনে আমরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে চাই। সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে। পলিসি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন পলিসি সংক্রান্ত প্রতিষ্ঠানের জন্য আলাদা স্পেস দেওয়া থাকবে। দেশের পরিস্থিতি ও রাজনৈতিক বিষয়ে আলোচনার সুবিধার্থে তিনটি রাজনৈতিক দলের জন্যও স্পেস থাকবে।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করবেন।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫: থাকবে বিএনপি-জামায়াত-এনসিপির বুথ

আপডেট সময় ০৮:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

দেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বাড়াতে আগামী এপ্রিলে একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরার লক্ষ্যে এনবিআর, বাংলাদেশ ব্যাংকসহ আলাদা আলাদা বুথ থাকবে। থাকবে তিনটি রাজনৈতিক দলের বুথও।

দলগুলো হচ্ছে-বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সম্মেলনের প্রস্তুতি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রবিবার (২৩ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেন, “সম্মেলনে আমরা বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতে চাই। সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে। পলিসি সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন পলিসি সংক্রান্ত প্রতিষ্ঠানের জন্য আলাদা স্পেস দেওয়া থাকবে। দেশের পরিস্থিতি ও রাজনৈতিক বিষয়ে আলোচনার সুবিধার্থে তিনটি রাজনৈতিক দলের জন্যও স্পেস থাকবে।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ সম্মেলনের উদ্বোধন করবেন।