ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি

পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। গত ২২ এপ্রিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার (১ মে) গভীর রাত এবং শুক্রবার (২ মে) গুলি চলিয়েছে ইসলামাবাদ। এমন দাবি করেছে নয়াদিল্লি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর— এই পাঁচ জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত সাত দিনের মতো অষ্টম দিনেও পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ফিরিয়ে নিতে চাইছে। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত, তা-ও যাচাই করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলকে কথা রেখে মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনাও।

পেহেলগাম হত্যাযজ্ঞের পর থেকে পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারত-পাক কূটনৈতিক উত্তেজনার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তাপও প্রতিনিয়ত বাড়ছে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন শুরু করে পাকিস্তানি সেনারা। এক সপ্তাহ পরেও এর ব্যতিক্রম হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল

পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় ৫ সেনাঘাঁটিতে গোলাগুলি

আপডেট সময় ১১:২২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

পাকিস্তানের সীমান্তঘেঁষা ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানের সেনা। গত ২২ এপ্রিল পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বৃহস্পতিবার (১ মে) গভীর রাত এবং শুক্রবার (২ মে) গুলি চলিয়েছে ইসলামাবাদ। এমন দাবি করেছে নয়াদিল্লি।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর— এই পাঁচ জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। পেহেলগাম হত্যাকাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত সাত দিনের মতো অষ্টম দিনেও পাকিস্তানের সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল অবলম্বন করছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যতিব্যস্ত রেখে মুহূর্তের অসতর্কতায় নজর এড়িয়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ফিরিয়ে নিতে চাইছে। পাশাপাশি ভারত সামরিক দিক থেকে কতটা প্রস্তুত, তা-ও যাচাই করতে চাইছে ইসলামাবাদ। তবে এমন সব কৌশলকে কথা রেখে মাথায় রেখে সজাগ রয়েছে ভারতীয় সেনাও।

পেহেলগাম হত্যাযজ্ঞের পর থেকে পরমাণু শক্তিধর ভারত এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারত-পাক কূটনৈতিক উত্তেজনার পারদ বাড়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তাপও প্রতিনিয়ত বাড়ছে। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন শুরু করে পাকিস্তানি সেনারা। এক সপ্তাহ পরেও এর ব্যতিক্রম হয়নি।