গাইবান্ধার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢোলভাঙ্গা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবন (২১) এবং বিষ্ণুপুর গ্রামের আরিফ মণ্ডলের ছেলে কৌশিক (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে পলাশ পৌর শহরের দিকে যাচ্ছিলেন চার বন্ধু। ঢোলভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।