কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদী রেল সেতুর পাশ থেকে অবৈধভাবে মাটি ও বালি কাটার দায়ে দুই বালু কাটা শ্রমিককে পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ( ১ মে ) দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনী পাড়া রেল সেতু এলাকায় গড়াই নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি কাটার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালান কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোর্য়াদ্দার। অভিযানে দুই বালু কাটা শ্রমিক রাকিবুল ইসলাম ও সুমিনকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মামলায় ৫৫০০০/- (পঞ্চান্ন হাজার) জরিমানা করা হয়।
এ বিষয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দ্দার বলেন, অবৈধভাবে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে দুই জনকে দুটি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৌখিক ভাবে সর্তক করা হয়েছে। এলাকার পরিবেশ ও নদী রক্ষায় ভবিষ্যতে ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।