আন্তর্জাতিক শ্রমিক দিবস -২০২৫ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ পহেলা মে সকাল ৯ ঘটিকায় চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হল চত্বর থেকে র্যালি শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে সদর রোড চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে (ভোলা-৪) জামায়াত মনোনীত প্রার্থী, ভোলা জেলার সাবেক আমির, অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। তিনি বলেন,শ্রমিকদের যেকোনো ন্যায্য দাবি আদায়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় মুখ্য ভূমিকা পালন করে, কোন শ্রমিকের সাথে অসৎ আচরণ ও অন্যায় ভাবে চাঁদা আদায় করা হলে শ্রমিকদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অধ্যক্ষ মীর মোঃ শরীফ হোসেন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখা। এডভোকেট মোঃ পারভেজ হোসেন, সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মো: মাহবুবুর রহমান, সভাপতি, মাস্টার মোঃ শামসুদ্দিন সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চরফ্যাশন উপজেলা শাখা।আল আমিন শাহরিয়ার যুব বিভাগ, মোঃ নজরুল ইসলাম, সভাপতি চরফ্যাশন উপজেলা সিএনজি ও অটোরিকশা শ্রমিক সেক্টর। আব্দুর রহমান সভাপতি চরফ্যাশন উপজেলা জেলা জেলে শ্রমিক সেক্টর। মোঃ ইসমাইল, সভাপতি, লোড-আনলোড সেক্টর, চরফ্যাশন উপজেলা শাখা।