কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়াতে, আইপিএলের ১৮তম মৌসুমের প্রথম ম্যাচটা ইডেন গার্ডেনে হচ্ছে। টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে মাঠের লড়াইয়ের আগে হয়ে গিয়েছে চোখ ধাঁধানো এক উদ্বধোনী অনুষ্ঠান। যেখানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন নাইট রাইডার্সের স্বাত্বাধিকারী শাহরুখ খান।
শাহরুখ প্রথমে একে একে আসরের ১০টি দলের নাম ঘোষণা করেন। এরপর বাংলার মেয়ে শ্রেয়া ঘোষালকে গান গাওয়ার জন্য মঞ্চে ডাকেন তিনি। আইপিএলের ১০টি দলের জন্য ১০টি আলাদা গান গান হিন্দি সিনেমার প্লে-ব্যাক কুইন শ্রেয়া। সব শেষে বিখ্যাত সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গান।
শ্রেয়া গান গেয়ে যাওয়ার পর মঞ্চে উঠেন দিশা পাটানি। নিজের সিনেমার গানে নাচেন এই বলিউড নায়িকা। দিশার নাচের পর গান গাইতে উঠলেন রকস্টার করণ আউজলা। নিজের জনপ্রিয় সব গান গান তিনি।
নাচ, গানের পর আবার দৃশ্যপটে শাহরুখ। প্রথমেই বিরাট কোহলিকে মঞ্চে আসার অনুরোধ করেন তিনি। এরপর নিজ দলের রিঙ্কু সিংকে ডাকেন। এই দুই ব্যাটসম্যানের সঙ্গে খুনসুটিতে মাতেন বলিউড কিং। এরপর এই অভিনেতা রিঙ্কুর সঙ্গে নাচেন, যা দেখে হেসে ফেলেন কোহলি। পরে নাচার জন্য শাহরুখ অনুরোধ করেন কোহলিকে। তাদের নাচ দেখে গোটা স্টেডিয়াম কড়াতালিতে ভরে উঠে।
এরপর ট্রফি নিয়ে মঞ্চে উঠেন কলকাতা অধিনায়ক অজিঙ্ক রাহানে ও বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। সেখানে কোহলিকে টানা ১৮ বছর আইপিএল খেলার জন্য একটি বিশেষ স্মারক তুলে দেওয়া হয়। তার পরে কেক কাটেন সবাই মিলে।