শ্রমজীবী মানুষের অধিকার-বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(০১ মে) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
এতে জেলা প্রশাসন, আলিঞ্চক শ্রম দপ্তর সহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেয়। র্যালীটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা, শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিতে দাবি জানান।
ইসরাইল হোসাইন
কুষ্টিয়া