শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই’ এ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে মহান মে দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার (০১ মে) সকালে শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা সফল করার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা মহান মে দিবসের র্যালি নিয়ে সভাস্থলে সমবেত হন। এবং আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গাইবান্ধা জেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা, অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রধান উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক মো.আতাউর রহমান, সাবেক সুন্দরগঞ্জ পৌর মেয়র ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা, মো. নুরুন্নবী প্রামাণিক সাজু, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী, মো. নজরুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ একরামুল হক, সুন্দরগঞ্জ উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন আমুস প্রমূখ।
শ্রমিক নেতা মো. হারুনর রশীদের সঞ্চালনায়,সভাপতিত্ব করেন- সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. বদরুল আমিন।