সারা দেশের মতো চাঁদপুরের মতলব উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক আন্তর্জাতিক মহান মে দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁদপুর জেলা শাখার অন্তর্গত মতলব শাখার উদ্যোগে এক বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতলব পৌরসভার আমির মাওলানা জসিম উদ্দিন, পুলিশ সদস্যবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সমাবেশে বক্তারা বলেন, “শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।”
আলোচনা শেষে দেশের শান্তি, শ্রমিকদের কল্যাণ ও সর্বস্তরের মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে র্যালির কার্যক্রম সমাপ্ত হয়।