ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কৃষকদল সভাপতিকে হত্যার পর ২০ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ Logo জাতীয় সরকারের দাবিতে মশাল মিছিলে উত্তাল ঢাবি Logo জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ইসলামী ছাত্রশিবিরের Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল জামায়াতে ইসলামীর সাক্ষাৎ Logo প্রধান উপদেষ্টা প্রদত্ত টাইম ফ্রেমেই নির্বাচন হতে হবে: সেলিম উদ্দিন Logo কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্করার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ মিছিল Logo আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরের আতঙ্ক মুন্না গ্যাংয়ের ৬ সদস্য সেনা অভিযানে আটক Logo ১/১১-এর পুনরাবৃত্তি চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে: সাবেক সেনাপ্রধান Logo অবশেষে কি দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক সারওয়ার !

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্তর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মুনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আবু জার গিফারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মো: এনায়েতুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিনসহ জেলার বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সবুর বলেন, “আল্লাহ তাআলা সকল মানুষকে আদম (আঃ) থেকে সৃষ্টি করেছেন। কাজের ভিন্নতা থাকলেও মানুষ হিসেবে সবাই সমান। শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। তাদের অবদান উপেক্ষা করা চলবে না।”

কেন্দ্রীয় পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের ফলেই বিশ্বজুড়ে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো বহু স্থানে শ্রমিকদের ১০-১২ ঘণ্টা কাজ করতে হয়। এভাবে কাজ করালে তাদেরকে অবশ্যই ওভারটাইম দিতে হবে।”

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান।

 

জনপ্রিয় সংবাদ

কৃষকদল সভাপতিকে হত্যার পর ২০ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ঐতিহাসিক মে দিবস পালিত

আপডেট সময় ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্তর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মুনিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা উপদেষ্টা মাওলানা আবু জার গিফারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুস সবুর, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সাবেক জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মো: এনায়েতুল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, ফার্নিচার ট্রেড ইউনিয়নের সভাপতি মোঃ আলাউদ্দিনসহ জেলার বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সবুর বলেন, “আল্লাহ তাআলা সকল মানুষকে আদম (আঃ) থেকে সৃষ্টি করেছেন। কাজের ভিন্নতা থাকলেও মানুষ হিসেবে সবাই সমান। শ্রমিকদের মর্যাদা ও ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। তাদের অবদান উপেক্ষা করা চলবে না।”

কেন্দ্রীয় পরিষদ সদস্য মোঃ কামাল উদ্দিন বলেন, “১৮৮৬ সালের ১ মে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের ফলেই বিশ্বজুড়ে ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারিত হয়েছে। কিন্তু বাংলাদেশে এখনো বহু স্থানে শ্রমিকদের ১০-১২ ঘণ্টা কাজ করতে হয়। এভাবে কাজ করালে তাদেরকে অবশ্যই ওভারটাইম দিতে হবে।”

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও মর্যাদা নিশ্চিতের দাবি জানান।